ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তদন্ত করে ভুয়া সমিতির বিরুদ্ধে ব্যবস্থা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
তদন্ত করে ভুয়া সমিতির বিরুদ্ধে ব্যবস্থা

সংসদ ভবন থেকে: বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মৃত্যুদণ্ডিত যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালনকালে বহু সমবায় সমিতির রেজিস্ট্রেশন দিয়েছিলেন। নামে-বেনামে বরাদ্দ দেওয়া হয়েছিল। এসব সমিতির ওপর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।
 
 

রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
 
সমাজকল্যাণমন্ত্রী বলেন, জামায়াত নেতা ও যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে ঝোলানো মুজাহিদ সমাজকল্যাণমন্ত্রী থাকাকালে সময় বহু সমিতির রেজিস্ট্রেশন দিয়ে গেছেন।

তিনি বিভিন্ন নামে বিভিন্ন সময় বরাদ্দ দিয়েছিলেন এসবের জন্য।
 
‘রেজিস্ট্রেশন অনুযায়ী সারাদেশে ৬৫ হাজারের মতো সমবায় সমিতি রয়েছে। এরমধ্যে সক্রিয় রয়েছে ৩৭ হাজার সমিতি। তারপরও এসব সমিতি কোথায় কোনটা কী কাজ করছে, সেটার জেলাভিত্তিক হিসাব নেওয়ার জন্য বলা হয়েছে। এসব হিসাব নেওয়ার পর মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট নির্দেশনা জারি করা হবে। তারপরও সমিতিগুলোর বিষয়ে তদন্ত করে ভুয়া কারবার পেলে ব্যবস্থা নেওয়া হবে। ’
 
সংসদ সদস্য নুরজাহান বেগমের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হিজড়াদের (তৃতীয় লিঙ্গ) গণ-উপদ্রব বন্ধ করা সম্ভব হয়নি। তবে তাদের সমাজের মূলধারায় ফেরত আনতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে।
 
তৃতীয় লিঙ্গের মানুষদের সমাজের মূলধারার ফেরাতে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে ২০১৭-১৮ অর্থবছরে স্কুলে হিজড়া শিক্ষার্থীদের শিক্ষত করে গড়ে তোলার জন্য ১ হাজার ৩৫০ জনকে প্রাথমিক স্তরে ৩০০ টাকা, মাধ্যমিকে ৪৫০, উচ্চতর শিক্ষার জন্য ১ হাজার টাকা করে উপবৃত্তি দেওয়া হচ্ছে। এছাড়া ৫০-ঊর্ধ্ব বয়স্ক, শারীরিকভাবে অক্ষম, অসচ্ছল, এমন ২৬০০ হিজড়াকে মাসে মাথাপিছু ৬০০ টাকা করে বিশেষ ভাতা দেওয়া হচ্ছে।
 
তিনি বলেন, এরইমধ্যে ১ হাজার ৮০০ সক্ষম হিজড়াকে প্রশিক্ষণ শেষে এককালীন অনুদান হিসেবে ১০ হাজার করে টাকা দেওয়া হয়েছে। যেন তারা স্বাবলম্বী হতে পারে। এছাড়া হিজড়াদের সচেতনতা সৃষ্টিতে কাজ করছে সরকার। একটি সমীক্ষার মাধ্যমে হিজড়াদের সমাজের মূলধারায় ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এসএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।