ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভূতের ভয়ে সাভারে কারখানা বন্ধ!

জাহিদুর রহমান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১১

ঢাকা: ভূতের ভয়ে সাভারে একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় সাভারের শিমুলতলা এলাকায় ফ্যান ফ্যাশন নামের ওই পোশাক কারখানাটিতে তিন দিন  উৎপাদনও বন্ধ রয়েছে।



কারখানার জিএম রাশেদুল ইসলাম বাংলানিউজকে জানান, গত শনিবার থেকে শুরু হয়েছে ভূত আতংক। ওই দিন শৌচাগার থেকে বের হয়ে আসার পরপরই ১৫ শ্রমিক অসুস্থ হয়ে পড়ে।

পরের দিনও একইভাবে অসুস্থ হয়ে পড়ে আরও সাত শ্রমিক।

সোমবার কারখানায় কাজে যোগ দিতে আসা শ্রমিকদের অনেকে অসুস্থ হয়ে পড়লে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পর কারখানাজুড়ে ভূতের আতংক ছড়িয়ে পড়ে। উপায়ান্তর না দেখে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

শ্রমিকরা বাংলানিউজকে জানান, শৌচাগার থেকে ফিরেই শ্রমিকরা বমি করতে থাকে। তার সাহায্যে কেউ এগিয়ে গেলে তাকেও ভূতে ধরেছে বলে চিৎকার করতে থাকে।

ঘটনাস্থলে থাকা পুলিশ ও র‌্যাব সদস্যরা বলেন, শ্রমিকদের আচরণ অস্বাভাবিক।

তবে বিষয়টি ভূত প্রেত সংক্রান্ত নাকি মনস্তাত্ত্বিক তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।