ঢাকা: প্রখ্যাত ধানবিজ্ঞানী, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রাক্তন সহযোগী পরিচালক মুন্সী সিদ্দিক আহমদ আর নেই।
তিনি বুধবার রাতে রাজধানীর কাফরুলে একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... ... ... ... রাজেউন)।
মরহুম সিদ্দিক আহমদের পরিবারের পক্ষ থেকে জানানো হয় তার নামাজে জানাযা শুক্রবার বাদ জুম’আ পুরোনো এয়ারপোর্ট মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে।
মুন্সী সিদ্দিক আহম্মেদ বীজ প্রত্যয়ন এজেন্সিতেও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ধান গবেষণায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি স্বাধীনতা দিবস পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার এবং বেগম জেবুন্নেসা ও কাজী মাহবুবউল্লাহ ট্রাস্ট স্বর্ণপদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্মাননা পেয়েছেন।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারীরা এই প্রথিতযশা বিজ্ঞানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১৭০৮ঘণ্টা, অক্টোবর ২০, ২০১১