ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

ধানবিজ্ঞানী মুন্সী সিদ্দিক আহমদ আর নেই

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১১

ঢাকা: প্রখ্যাত ধানবিজ্ঞানী, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রাক্তন সহযোগী পরিচালক মুন্সী সিদ্দিক আহমদ আর নেই।

তিনি বুধবার রাতে রাজধানীর কাফরুলে একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... ... ... ... রাজেউন)।

তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বার্ধক্যজনিত কারণে বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তিনি তিন পুত্র এবং তিন কন্যা সন্তান রেখে গেছেন।

মরহুম সিদ্দিক আহমদের পরিবারের পক্ষ থেকে জানানো হয় তার নামাজে জানাযা শুক্রবার বাদ জুম’আ পুরোনো এয়ারপোর্ট মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে।

মুন্সী সিদ্দিক আহম্মেদ বীজ প্রত্যয়ন এজেন্সিতেও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ধান গবেষণায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি স্বাধীনতা দিবস পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার এবং বেগম জেবুন্নেসা ও কাজী মাহবুবউল্লাহ ট্রাস্ট স্বর্ণপদকসহ  বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্মাননা পেয়েছেন।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারীরা এই প্রথিতযশা বিজ্ঞানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ঘণ্টা, অক্টোবর ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।