ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফ্লাইট বিএস২১১: নিহত পৃথুলার বাসায় ওবায়দুল কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
ফ্লাইট বিএস২১১: নিহত পৃথুলার বাসায় ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও নিহত কো-পাইলট পৃথুলা রশিদ

ঢাকা: নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস২১১ বিধ্বস্তের ঘটনায় নিহত কো-পাইলট পৃথুলা রশিদের বাসায় গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকালে রাজধানীর মিরপুর ডিওএইচএস’র বাসায় তিনি যান এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।  

এসময় পৃথুলাসহ অন্যদের মরদেহ দ্রুত দেশে নিয়ে আসার জন্য আবেদন জানান পৃথুলার মা রাশেদা বেগম।

 

ওবায়দুল কাদের বলেন, ‘আমাকে প্রধানমন্ত্রী পাঠিয়েছেন আপনাদের খোঁজ-খবর নেওয়ার জন্য। আমরা সরকারের পক্ষ থেকে যথাযথ চেষ্টা করছি। এ ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা রয়েছে। দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে আসেন। ’ 

পৃথুলার সঙ্গে সৈয়দপুর ও কক্সবাজারে বিমানে দেখা হয়েছিল উল্লেখ করে স্মৃতিচারণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও মহিলা আওয়ামী লীগের নেত্রী শাহেদা তারেক দিপ্তী।

গত ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস২১১ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়। ওই প্লেনের কো-পাইলট ছিলেন পৃথুলা রশিদ।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।