ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

লাইফ সাপোর্টে পাইলট আবিদের স্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
লাইফ সাপোর্টে পাইলট আবিদের স্ত্রী পাইলট আবিদ ও তার স্ত্রী আফসানা খানম

ঢাকা: নিউরো সায়েন্স হাসপাতালে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের পর বর্তমানে লাইফ সার্পোটে রাখা হয়েছে কাঠমাণ্ডুতে ইউএস-বাংলার বিধ্বস্ত প্লেনের পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমকে।

সোমবার (১৯ মার্চ) সকাল সোয়া ১০টায় শুরু হওয়া দ্বিতীয় অস্ত্রোপচার শেষ হয়েছে দুপুর ১টা নাগাদ।

বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন হাসপাতালের রিসেপশন কর্মকর্তা তাপসী।

এর আগে আফসানা খানমের ফের স্ট্রোকের তথ্যও জানান তিনি।

আরও পড়ুন> ফের স্ট্রোক করেছেন আবিদের স্ত্রী, অবস্থা সংকটাপন্ন

তিনি বাংলানিউজকে বলেন, রোববার (১৮ মার্চ) তিনি স্ট্রোক করলে তাকে হাসপাতালে আনা হয় এবং তার একটি অস্ত্রোপচার হয়। কিন্তু আজ তিনি ফের স্ট্রোক করেন। পরবর্তীতে দ্বিতীয় দফায় তার অস্ত্রোপচার হয়। তার অবস্থা গতকাল কিছুটা ভালো থাকলেও আজ সংকটাপন্ন।

এছাড়া আফসানা খানমের হার্টে চিকিৎসকরা একাধিক ব্লক পেয়েছেন বলেও তিনি জানান।

হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ড. বদরুল আলমের অধীনে আফসানা খানমের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

রোববার রাজধানীর উত্তরার বাসায় স্ট্রোক করেন পাইলট আবিদের স্ত্রী আফসানা খানম। পরে পরিবারের সদস্যরা তাকে রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আফসানার চাচি সাংবাদিকদের জানান, রোববার সকাল ৯টায় উত্তরার বাসায় অসুস্থ হয়ে পড়েন আফসানা। এরপর তাকে নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।

গত ১২ মার্চ দুপুর ২টা ২০ মিনিটে কাঠমাণ্ডুর ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। পরদিন (১৩ মার্চ) নেপালের নরভিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাইলট আবিদ সুলতানের মৃত্যু হয়।

পাইলট আবিদের স্ত্রীর স্ট্রোক, হাসপাতালে ভর্তি

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
এমএসি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।