ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে গুলিবিদ্ধ পুলিশ পরিদর্শকের অবস্থা আশঙ্কাজনক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
মিরপুরে গুলিবিদ্ধ পুলিশ পরিদর্শকের অবস্থা আশঙ্কাজনক

ঢাকা: মিরপুরে অস্ত্র উদ্ধারের অভিযান চালানোর সময় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যদের লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা । এতে পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হন। এরমধ্যে একজনের অবস্থা অশঙ্কাজনক।

সোমবার (১৯ মার্চ) রাতে মধ্য পীরেরবাগের আলিম উদ্দিন স্কুলের পাশে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ জালাল উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় স্কয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।

আরেক পুলিশ সদস্যের নাম জানা যায়নি।

ডিবির (পশ্চিম) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাবিবুন্নবী রশিদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্য পীরেরবাগে অভিযান চালানোর সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

**মিরপুরে গুলিতে ২ পুলিশ আহত, ঘিরে রাখা হয়েছে বাড়ি

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
পিএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।