সোমবার (১৯ মার্চ) রাতে মধ্য পীরেরবাগের আলিম উদ্দিন স্কুলের পাশে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ জালাল উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় স্কয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।
ডিবির (পশ্চিম) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাবিবুন্নবী রশিদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্য পীরেরবাগে অভিযান চালানোর সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে।
**মিরপুরে গুলিতে ২ পুলিশ আহত, ঘিরে রাখা হয়েছে বাড়ি
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
পিএম/এনটি