ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাবিতে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে, আহত ৩০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
জাবিতে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে, আহত ৩০ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত শিক্ষার্থী-ছবি-বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এতে কমপক্ষে ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। 

এর আগে সোমবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেট দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

আন্দোলনকারীরা পরে মহাসড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’ এ ধরনের স্লোগান দিতে থাকেন। মহাসড়ক অবরোধের কারণে দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।  

বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করলেও অবরোধ প্রত্যাহার করেননি শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এসময় আহত হন কমপক্ষে ৩০ শিক্ষার্থী।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়বাদী শিক্ষক ফোরাম।  

জাবিতে শিক্ষার্থীদের অবরোধে অচল ঢাকা-আরিচা মহাসড়ক

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
আরআর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।