ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিলাবৃষ্টিতে ঝরলো আম, ধানের ক্ষেত তছনছ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
শিলাবৃষ্টিতে ঝরলো আম, ধানের ক্ষেত তছনছ শিলাবৃষ্টি ও আম ক্ষেত। ছবি: বাংলানিউজ

ভোর বেলা। জমকালো বৃষ্টিতে ছেয়ে গেছে সম্পূর্ণ আকাশ। দিনের শুরুতে আলো ফোটার বদলে নেমে এসেছে ঘোর অন্ধকার। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো কালবৈশাখীর তাণ্ডব। দমকা হাওয়ার সঙ্গে ভারী বর্ষণ, তার ওপর তুমুল শিলাবৃষ্টি।

সোমবার (৩০ এপ্রিল) দুই ঘণ্টাব্যাপী চলা কালবৈশাখীর তাণ্ডবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিপুলসংখ্যক আমাবাগান ও ধানের ক্ষেত তছনছ হয়ে গেছে। শিলার আঘাতে ফেটে টুকরো টুকরো হয়ে ঝরে পড়েছে অগুণতি আম।

উপজেলার দাইপুকুরিয়া, মোবারকপুর সোনামসজিদ, মনাকষাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়া ধানের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে দাইপুকুরিয়া ইউনিয়নের সদ্দাম হোসেন নামে এক বর্গা চাষি বলেন, আমি অনেক কষ্টে ঋণের টাকা নিয়ে ধানের আবাদ করেছিলাম ঝড়ে ও শিলাবৃষ্টিতে সব ধান নষ্ট হয়ে গেল, এখন পথে নামতে হবে!

শিবগঞ্জের কানসাট, মোবারকপুর, চককীর্তি ইউনিয়নের উপর দিয়েও বয়ে গেছে কালবৈশাখীর তাণ্ডব। ঝড়ে উড়ে গেছে অনেকের ঘরের টিনের চালা। কোথাও কোথাও উপড়ে পড়েছে প্রচুর আম গাছ।

৪ নং মোবারকপুর ইউনিয়নের টিকরী গ্রামের আম চাষি রফিকুল ইসলাম বলেন, বড় আশা নিয়ে আমের যত্ন নিয়েছিলাম, আজ ঝড়ে আমার বাগানের ৬০টি গাছের বেশিরভাগ আম ঝরে পড়েছে।

চককীর্ত ইউনিয়নের মনিরুল ইসলাম নামে এক আম চাষি বলেন, এ বছর  আমের বাম্পার ফলন আশা করছিলাম। কিন্তু কয়েক দফা শিলাবৃষ্টি সব আশা শেষ করে দিলো!

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।