ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঈদের ছুটিতে রাবির হল বন্ধ হচ্ছে সোমবার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২০ ঘণ্টা, জুন ১১, ২০১৮
ঈদের ছুটিতে রাবির হল বন্ধ হচ্ছে সোমবার

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত ১৬ মে থেকে গ্রীষ্মকালীন, শব-ই-ক্বদর ও ঈদের ছুটি শুরু হলেও আবাসিক হল বন্ধ হচ্ছে সোমবার (১১ জুন) থেকে। দুপুর ১২টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার বাংলানিউজকে এতথ্য জানান।

তিনি জানান, সোমবার (১১ জুন) থেকে বৃহস্পতিবার (২১ জুন) পর্যন্ত হলগুলো বন্ধ থাকবে।

২২ জুন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হবে। তবে ২২ ও ২৩ সাপ্তাহিক ছুটি হওয়ায় ২৪ জুন থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, জুন ১১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।