রোববার (২৪ জুন) দুপুরে উপজেলার বাসুদেবপুর এলাকার রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ সড়কের এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহীর গোদাগাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহসান হাবিব বাংলানিউজকে জানান, দুপুরে ওই সড়কে বেপরোয়া একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।
রাজিয়া উপজেলার সুলতানগঞ্জ কবুতর পাড়ার রফিকুল ইসলামের মেয়ে। অটোরিকশা ও মোটরসাইকেল আরোহী অন্য চারজনের তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। তবে ট্রাকটি আটকের চেষ্টা চলছে। বর্তমানে নিহতের মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।
নিহতের পরিবার চাইলে ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করা হবে। তবে এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
এসএস/এএটি