জনজীবনে এসেছে স্বস্তির। ছবি: বাংলানিউজ
পঞ্চগড়: দেশজুড়ে বইছে প্রচণ্ড তাপদাহ। টানা কয়েক দিনের তীব্র তাপদাহে হাঁপিয়ে উঠেছিলো জনজীবন। ভ্যাপসা গুমোট আবহাওয়ায় মানুষ কেবল বৃষ্টির কামনায় হাঁটু গাড়ছিল যেন। অবশেষে নেমে এলো স্বস্তির পরশ। পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় হয়েছে বৃষ্টি। তাতে জনজীবনে এসেছে স্বস্তির।
তীব্র গরমের পর শুক্রবার (২০ জুলাই) বিকেলে পঞ্চগড় শহরে বৃষ্টি শুরু হলে অনেককেই শীতলতার পরশ পেতে বৃষ্টিতে ভিজতে দেখা যায়। এই দু’দিনে যা গরম পড়ছিল তা যেন নিমিষেই উবে দিচ্ছিল সেই বৃষ্টি।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বিকেল ৩টা পর্যন্ত এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টি এই অসহনীয় তাপমাত্রার পারদ কমিয়েছে অনেকখানি।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
জিপি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।