ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘গুপ্তধন’র সন্ধানে মিরপুরে একটি বাড়ির মাটি খনন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
‘গুপ্তধন’র সন্ধানে মিরপুরে একটি বাড়ির মাটি খনন বাড়ির মাটি খনন করছেন শ্রমিকরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: গুপ্তধনের সন্ধানে রাজধানীর মিরপুরের একটি টিনশেড বাড়ির মাটির খোঁড়ার কাজ চলছে। 

শনিবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১০ নম্বরের ব্লক ডি- লাইন-১৬/১৬ এর মনিরুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতে ওই খনন কাজ শুরু হয়।

পুলিশ জানায়, গুপ্তধন রয়েছে লোকমুখে স্থানীয়দের কাছ থেকে এমন কথা শুনে বাড়ির মালিক নিজেই মিরপুর থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেন।

বাড়ি মালিক আরও জানিয়েছেন, যদি গুপ্তধনের সন্ধান পাওয়া যায় তাহলে তিনি তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবেন। বাড়ির মাটি খনন করছেন শ্রমিকরা।                                          ছবি: বাংলানিউজমিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বাংলানিউজ জানান, ওই ব্যক্তির বাড়ির মাটির নিচে ‘মূল্যবান বস্তু’ রয়েছে এ মর্মে বাড়ির মালিকসহ দুই ব্যক্তি থানায় জিডির পরিপ্রক্ষিতে ওই খনন কাজ চলছে।  খনন কাজ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।