ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীর যেসব স্থানে পশু কোরবানি করা যাবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
রাজশাহীর যেসব স্থানে পশু কোরবানি করা যাবে

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানির জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। 

তাই নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করার জন্য মহানগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। ওই স্থানগুলো থেকে দ্রুত বর্জ্য অপসারণ করবে সিটি করপোরেশন।

 

মঙ্গলবার (২১ আগস্ট) সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মাহাবুবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাসিকের ৩০টি ওয়ার্ডে নির্ধারিত স্থানের তালিকা নিম্নে দেওয়া হলো:

ওয়ার্ড নম্বর-০১:  গুলজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিয়াডাঙ্গা আলহাজ মাহাতাব উদ্দিনের মার্কেটের সামনে, কাঠালবাড়িয়া অ্যাডভোকেট জামালের বাড়ির পাশে, রায়পাড়া সাদেক মুহুরীর বাড়ির পশ্চিমে আমবাগানে, গোলজারবাগ (গুড়িপাড়া) মাসুমের দোকানের সামনে, সায়েরগাছা আলহাজ হায়দার আলীর বাড়ির কাছে, মুন্সিপাড়া বনী ইসরাইলের বাড়ির সামনে।

ওয়ার্ড নম্বর-০২: বালাজান নেসা বিএন উচ্চ বালিকা বিদ্যালয়, হড়গ্রাম পুর্বপাড়া ঈদগাহ ময়দান, হড়গ্রাম রানীদিঘি নয়নের মিলের সামনে, মোল্লাপাড়া আমবাগান, হড়গ্রাম নতুনপাড়া মৃত আবুল কাশেম মাস্টারের বাড়ির কাছে, হড়গ্রাম নতুনপাড়া আনোয়ারুল ইসলাম আনুর বাড়ির সামনে, হড়গ্রাম পশ্চিমপাড়া নবাবের বাড়ির কাছে।

ওয়ার্ড নম্বর-০৩:  নতুন বিলসিমলা আবরার জামে মসজিদের সামনে, ডিঙ্গাডোবা ঘোসমাহল মুরগির খামারের পাশে, দাশপুকুর শফিকুল ইসলামের বাড়ির সামনে, ডিবি আনোয়ারা প্রাথমিক বিদ্যালয় মাঠে, বহরমপুর ঈদগাহ মাঠ, নতুন বিলসিমলা ঈদগাহ মাঠ, বহরমপুর খলিলের মোড়।

ওয়ার্ড নম্বর-০৪: বুলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের কাছে। কেশবপুর শাহী জামে মসজিদের কাছে, বুলনপুর ঈদগাহ ময়দানের কাছে, বুলনপুর আলহাজ ওয়ায়েজ বাশারের বাড়ির কাছে, হড়গ্রাম ঢালুর মোড় মাছ বাজার ঈদগাহ ময়দানেরে কাছে, জিয়ানগর খেলার মাঠ।

ওয়ার্ড নম্বর-০৫: রাজপাড়া কোট একাডেমি স্কুল মাঠ, মহিষবাথান আলিয়া মাদরাসার পিছনে বিদুতের বাড়ির কাছে। , মহিষবাথান উত্তরপাড়া কাউন্সিলর কার্যালয়ের সামনে, আপেল ডেকোরেটর মোড়ের আব্দুল মজিদ মেমোরিয়াল স্কুলের সামনে কাছে। রাজপাড়া ঘোড়া ডোবা (মহালাল পুকুরের পাশে), মহিষবাথান পুর্বপাড়া খাজা অ্যাডভোকেটের বাড়ির কাছে, ভাটাপাড়া শওকত আলীর বাড়ির সামনে।

ওয়ার্ড নম্বর-০৬: লক্ষ্মীপুর টিবি রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে, লক্ষ্মীপুর ভাটাপাড়া ফাল্গুনী লেন ছয় নম্বর কাউন্সিলর কার্যালয় সংলগ্ন মাঠে,  লক্ষ্মীপুর হার্ট ফাউন্ডেশন রোডে, সঞ্জুর বাড়ির সামনে, লক্ষ্মীপুর প্যারামেডিকেল রোড মসজিদ ই কুবা সংলগ্নে,  লক্ষ্মীপুর ভাটাপাড়া কামাল খাঁ রোড সাত্তারের বাড়ির সামনে, লক্ষ্মীপুর টিবি রোড বাইতুল আমান শাহী জামে মসজিদ সংলগ্নে,  লক্ষ্মীপুর মিঠুর মোড় ডালিমের বাড়ির পাশে।

ওয়ার্ড নম্বর-০৭: রিভারভিউ কালেক্টরেট স্কুলে, শ্রীরামপুর টি-বাঁধ এর সামনে, শ্রীরামপুর দুলালের বাড়ির পাশে, চন্ডিপুর প্রেসক্লাব মাঠে, লক্ষ্মীপুর  ভাটাপাড়া সাত নম্বর ওয়ার্ড কার্যালয়ের পাশে, পুরাতন ডায়াবেটিক হাসপাতালের পিছনে (সেকেন্দার ডাক্তারের বাড়ির পাশে), শ্রীরামপুর নদীর কাছে।

ওয়ার্ড নম্বর-০৮: কাজিহাটা গভঃ ল্যাবরেটরি হাই স্কুল মাঠ, ৮ নম্বর ওয়ার্ড সিপাইপাড়া টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাসে, ৮ নম্বর ওয়ার্ড সিপাইপাড়া গ্রেটার রোড বড় জামে মসজিদ সংলগ্ন মাঠে, ৮ নম্বর ওয়ার্ড কাজিহাটা নিউ গভঃ ডিগ্রি কলেজ খেলার মাঠে, ৮নম্বর ওয়ার্ড টিটিসি কলেজ মাঠে, ৮নম্বর ওয়ার্ড কাজিহাটা ইয়াং কিং কমিউনিটি সেন্টারের উত্তর পুর্ব পাশে বস্ত্র দফতরের পেছনের মাঠে, কাজিহাটা এলাহী বক্সের বাড়ির সামনে।

ওয়ার্ড নম্বর-০৯: পাঠানপাড়া শহীদ এ এইচ এম কামারুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, দরগাপাড়া হজরত তুরকান শাহ (রঃ) মাজার সংলগ্ন সুফিয়া লজের সামনে, কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের পাশে, হোসেনীগঞ্জ তারা ভাইয়ের বাড়ির সামনে, হোসেনীগঞ্জ পানির পাম্পের সামনে, শেখপাড়া যাদুঘরের পশ্চিমের মাঠ, সিরুসারপাড়া কসমোপলিটন মাঠে।

ওয়ার্ড নম্বর-১০: হাতেমখাঁ কলাবাগান আজিজার রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, লাল মোহাম্মদ আলী খান দুলালের বাড়ির সামনে, হাতেমখাঁ নাটোর হাউজের সামনের মাঠে, কলাবাগান পরিবার পরিকল্পনা মাঠে, হাতেমখাঁ কলাবাগান শফিকুলের দোকানের সামনে, হাতেমখাঁ পুরাতন বিলসিমলা জুম্মানের বাড়ির কাছে, কলাবাগান পাভেলের বাড়ির কাছে।

ওয়ার্ড নম্বর-১১: রাজশাহী সরকারি সিটি কলেজ মাঠ, হেতেমখাঁ সবজিপাড়া পিডিবির কোয়াটারে, হেতমখাঁ কারিগরপাড়া আজিজুল আলম মিঠুর মাঠে, হেতমখাঁ কারিগরপাড়া বদিউজ্জামান খায়েরর বাড়ির কাছে, হেতমখাঁ গার্লস উচ্চ বিদ্যালয়, রাজারহাতা নজরুল হুদার বাড়ির সামনের মাঠে, কাদিরগঞ্জ সেলির বাড়ির সামনের মাঠে।

ওয়ার্ড নম্বর-১২: পিএন গার্লস স্কুল মাঠে, ফুদকীপাড়া মুন্নুজান স্কুলের সামনের খোলার মাঠে, বড়কুঠিপাড়া মাঠে, সাহেব বাজার ভুবন মোহন পার্কে, রানীবাজার বধির স্কুলে, মিয়াপাড়া পাবলিক লাইব্রেরি, মালোপাড়া হাফেজিয়া মাদরাসার মাঠে।

ওয়ার্ড নম্বর-১৩:  রাজশাহী সরকারি মহিলা কলেজের পেছনে উঁচু ভিটায়, হেতমখাঁ কাদিরগঞ্জ আশিকের  বাড়ির সামনে, বর্ণালী হলের পেছনে আলাউদ্দিনের বাড়ির সামনে, হাজী লালমোহাম্মদ ঈদগাহ সংলগ্নে, গ্রেটার রোড মসজিদের সামনে, দারুচিনি প্লাজার পেছনে, গৌরহাঙ্গা বিলকিসের বাড়ির সামনে ফাঁকা জায়গায়।

ওয়ার্ড নম্বর-১৪: উপশহর স্যাটেলাইট উচ্চ বিদ্যালয়, উপশহর এক নম্বর সেক্টর ঈদগাহ মাঠে, উপশহর এক নম্বর সেক্টর পানির ট্যাংকি মাঠে, উপশহর এক নম্বর সেক্টর ক্লাব ঘর মাঠে, তেরখাদিয়া পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে, তেরখাদিয়া খোকন মন্ডল প্লাজা মার্কেটের সামনে, উপশহর তিন নম্বর সেক্টর শিশু নিকেতন হাউজিং মাঠে।

ওয়ার্ড নম্বর-১৫: রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, ১৫ নম্বর ওয়ার্ড শালবাগান সিএনবি মাঠে, সপুরা ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের পাশে, কাদিরগঞ্জ দড়িখরবনা কদমতলা রেল লাইনের উত্তর পাশে, দড়িখরবোনা ঈদগাহ মাঠের সামনে, আসগর ও বাদশার বাড়ির পাশে, আমবাগান ফিসারি ঈদগাহ মাঠে, সপুরা গোরস্থানপাড়া আহসানের বাড়ির সামনে।

ওয়ার্ড নম্বর-১৬: আটকোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মথুরডাঙ্গা ঈদগাহ মাঠে, বখতিয়ারাবাদ ঈদগাহ ময়দানে, সুজানগর আনোয়ারের বাড়ির উত্তরে, কয়েরদাড়া নিয়ামতের বাড়ির পেছনে, জিন্নানগর তামেসা বিবি ঈদগাহ ময়দানে, কয়েরদাড়া বিলপাড়া মসজিদের পাশে।

ওয়ার্ড নম্বর-১৭: হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে, উত্তর নওদাপাড়া মৎস্য আড়ৎ সংলগ্ন মাঠে, মধ্য নওদাপাড়া ইক্ষু সেন্টার মাঠে, নওদাপাড়া বাজারে, নতুন বাসটার্মিনাল মাঠে, বড়বনগ্রাম মাস্টারপাড়া ঈদগাহ সংলগ্ন মাঠে, আরডিএ ভবন সংলগ্ন মাঠে।

ওয়ার্ড নম্বর-১৮: মেট্টোপলিটন কলেজ মাঠে, শালবাগান সিটি পার্কে, শালবাগান সিএনবি স্টাফ কোয়াটারে মাঠে, আসাম কলোনি আব্দুল কাদের অধ্যক্ষ এর বাড়ির কাছে, পবা পাড়া (আলেকের মোড়) কৃষি ব্যাংকের সামনে, পবা পাড়া মরহুম মোহাম্মদ আলীর বাড়ির কাছে, পবা নতুন পাড়া আবাসিক এলাকার মাঠে।

ওয়ার্ড নম্বর-১৯: শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয় মাঠে, নিউ কলোনি বায়তুল মামুর জামে মসজিদের দক্ষিণের মাঠে, শিরোইল কলোনি, চার নম্বর রোড জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ মাঠে, ছোটবনগ্রাম পুর্বপাড়া বাঁশ বাগানে, ছোটবনগ্রাম প্রফেসর পাড়া বিজিবি স্কুলের কাছে, রেলওয়ে কলোনি, রেলওয়ে মাঠে, ছোটবনগ্রাম পশ্চিমপাড়া হোসেন মন্ডলের বাড়ির পাশে ফাঁকা জায়গায়।

ওয়ার্ড নম্বর-২০: পান্থশালা স্কুল প্রাঙ্গণে, সুলতানাবাদ মসজিদের পশ্চিমে মিঠুর বাড়ি সংলগ্নে, সুলতানাবাদ ইসলামী ব্যাংকের পূর্বে রাজার বাড়ি সংলগ্ন মাঠে, রেশমপট্টি পদ্মা টেক্সাইল মাঠে, মুন্সিডাঙ্গা আব্বাসের বাড়ির পাশে ফাঁকা জায়গায়, সুলতানাবাদ কাশেমী মাদরাসা, বেলদারপাড়া মুক্তিযোদ্ধা সংসদ মাঠে।

ওয়ার্ড নম্বর-২১: শিরোইল স্টেশন কাঁচা বাজারে, সাগরপাড়া শিবতলা (গোলামাঠ), শিরোইল ২১নং ওয়ার্ড কার্যালয় সংলগ্ন মোড়ে (সুমনের মোটরসাইকেল গ্যারেজের সামনে), শিরোইল মহলদারপাড়া ভুট্টোর বাড়ির পেছনে, সেরিক্যালচার নকশি কাঁথার মাঠে, শিরোইল দোশর মন্ডলের মোড়ে, শিরোইল রেলওয়ে কোয়ার্টারে।

ওয়ার্ড নম্বর-২২: বরেন্দ্র কলেজ মাঠে, সাগরপাড়া বুলুর বাড়ির পশ্চিমের মাঠে, সাগরপাড়া ক্রিকেটার পাইলটের বাড়ির কাছে, ঘোড়ামারা ক্রিকেট ক্লিনিক মাঠে, সাগরপাড়া রানী পুকুরের মাঠে, কুমারপাড়া মোড়ে, মকবুল হাওলাদারের মোড়ে।

ওয়ার্ড নম্বর-২৩: শেখের চক দারুস সালাম কাওমি মাদরাসা মাঠে, বোসপাড়া সাবেক কাউন্সিলর সাইদুজ্জামান খান মাতোর বাড়ির সামনের মাঠে, টিকাপাড়া সোহেলের বাড়ির মাঠে, টিকাপাড়া মুর্শেদের বাড়ির সামনের মাঠে, সেখেরচক (পাচানী মাঠ) ঈদগাহ মাঠে, সেখেরচক মাদরাসা মাঠে (আরবান ক্লিনিকের পাশে), বিহারীপাড়া সেন্টুর বাড়ির সামনে বড় রাস্তায়।

ওয়ার্ড নম্বর-২৪: বাজে কাজলা দেবদারুতলা মহিলা ঈদগাহ মাঠে, বাজেকাজলা কেদুর মোড়ে, জান্নাতুল ফেরদৌস মসজিদের ঈদগাহ মাঠে, আহম্মদপুর খরবোনা হারানের বাড়ির পাশের মাঠে, রামচন্দ্রপুর বিলপাড়া রায়হানের বাড়ির সামনের মাঠে, রামচন্দ্রপুর সাধুর মোড়ে, তিন রাস্তার মোড়ে, রামচন্দ্রপুর বৌ বাজার রশিদের মাঠে, রামচন্দ্রপুর আব্দুল আজিজের বাড়ির সামনে।

ওয়ার্ড নম্বর-২৫: রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টুর বাসভবনের সামনের মাঠে (তালাইমারী), রেজাউল করিমের বাসভবনের সামনের মাঠে (রানীনগর শহীদ মিনার), সিটি হাসপাতালের মাঠে, আলহাজ মোহাম্মদ রহিস উদ্দিন শেখের বাসভবনের সামনের ফাঁকা মাঠে, তালাইমারী বাবর আলী সড়ক, বাতাসের বাড়ির সামনের ফাঁকা মাঠে, রানীনগর মখলেসুর রহমানের মাঠে।

ওয়ার্ড নম্বর-২৬: মেহেরচন্ডি প্রাইমারি স্কুল মাঠে, নামোভদ্রা চন্দ্রিমা ঈদগাহ ময়দানে, জামালপুর নতুন ঈদগাহ ময়দানে, মেহেরচন্ডি মধ্যপাড়া ন্যাপোলের বাসার সামনে, মেহেরচন্ডি মধ্যপাড়া সফিনুরের আমবাগানে, মেহেরচন্ডি পুর্বপাড়া সোহেলের আমবাগানে, চকপাড়া রবিউল ইসলামের বাড়ির পাশে।

ওয়ার্ড নম্বর-২৭: বালিয়া বিদ্যা নিকেতন বিদ্যালয়ে, টিকাপাড়া মৎস্যজীবী ঈদগাহ মাঠে ও বালু মাঠে, শিরোইল মঠপুকুরের উত্তর ঘাটে, বালিয়াপুকুর বড় বটতলার পশ্চিম কাছে, দেবীশিংপাড়া বরজাহানের বাড়ির পাশে মসজিদের কাছে, রানীনগর মুন্নাফের মোড়ে, উপরভদ্রা বৌবাজার নসিমুদ্দিন হাজীর বাড়ির পাশে।

ওয়ার্ড নম্বর-২৮: কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, কাজলা কেডি ক্লাব রেডিও সেন্টারের মাঠে, বাংলাদেশ বেতারে কাছে, কাজলার মোড়ে, নাটোর রোড সংলগ্নে, বাজে কাজলা ঈদগাহ কাছে, ধরমপুর আমজাদের মোড়ে, ধরমপুর পূর্বপাড়া ঈদগাহ মাঠে, কাজলা আমবাগান মাঠে।

ওয়ার্ড নম্বর-২৯: ডাশমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ডাশমারী ফুটবল মাঠে, খোঁজাপুর জাহাজ ঘাটে ও ঈদগাহ মাঠে, সাতবাড়িয়া কাশেম হাজীর মোড়ে (বটতলা), ডাশমারী রবকুল স্বর্ণকারের মোড়ে,  ডাশমারী আরবান স্বাস্থ্য কেন্দ্র মোড়ে, ডাশমারী বৌবাজার কাশেমের মোড়ে।

ওয়ার্ড নম্বর-৩০: শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ে, নতুন বুধপাড়া নজিরের মোড়ে, মির্জাপুর পশ্চিমপাড়া ঈদগাহ মাঠে, মির্জাপুর পূর্বপাড়া শফিকুল ইসলামের বাড়ির সামনে, পশ্চিম বুধপাড়া ইসলাম মন্ডলের বাগানে, চৌদ্দপাই শহিদুল ইসলাম পিন্টুর (নব নির্বাচিত কাউন্সিলর) বাড়ির সামনে,  নতুন বুধপাড়া মাসুদ রানার বাড়ির কাছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।