ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বাসের ধাক্কায় মায়ের কোলে থাকা শিশু আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
বাসের ধাক্কায় মায়ের কোলে থাকা শিশু আহত বাসের ধাক্কায় আহত শিশু আফিয়া

কুষ্টিয়া: কুষ্টিয়ার শহরতলীর চৌড়হাস এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মায়ের কোলে থাকা আফিয়া (১) নামে একটি শিশু গুরুতর আহত হয়েছে। 

মঙ্গলবার (২৮ আগস্ট) সাড়ে ১১টার দিকে চৌড়হাস বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আফিয়া চৌড়হাস এলাকার হারুনের মেয়ে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাস চৌড়হাস বাসস্ট্যান্ডে দাড়িয়ে ছিলো। এ সময় আফিয়াকে কোলে নিয়ে তার মা বিনা বেগম রাস্তা দিয়ে হাটছিলেন। হঠাৎ যাত্রীবাহী বাসটি বিনাকে ধাক্কা দেয়। এতে কোলে থাকা শিশুটি গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করে চিকিৎসকরা।  

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।