শুক্রবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নিজনগর গ্রামের ব্যবসায়ী হাদিছা বেগম (২৪), তার দুই বছর বয়সী কন্যা সন্তান মীম ও ৭ মাস বয়সী সন্তান মুজাহিদুল ইসলাম।
হাদিছা বেগমের নিজ ঘরে মরদেহ তিনটি পাওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম কামাল।
তিনি বাংলানিউজকে জানান, রাতে স্থানীয়রা ঘরের ভেতরে মায়ের রশি দিয়ে ফাঁস লাগানো মরদেহ ও খাটের উপরে দুই সন্তানের মরদেহ গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।
দুই সন্তানকে হত্যা করে মা হাদিছা আত্মহত্যা করতে পারেন বলে জানান তিনি।
মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসএম রাজু আহমেদ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, শুনেছি দুই সন্তানকে হত্যা করেই মা আত্মহত্যা করেছেন। তবে পুলিশ ঘটনাস্থলে না পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
এএ