ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নৌকাডুবি: বাকি দুইজনের মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
নৌকাডুবি: বাকি দুইজনের মরদেহ উদ্ধার মরদেহ উদ্ধারের কাজে ব্যস্ত পুলিশ ও ফায়ার সর্ভিসের কর্মীরা

পাবনা: পাবনার চাটমোহরের চলনবিলে নৌকাডুবির ৩৬ ঘণ্টা পর নিখোঁজ বাকি দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা।

রোববার (০২ সেপ্টেম্বর) সকাল ৭টার থেকে ৮টার মধ্যে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের সমাজ এবং ভাঙ্গাজোলা স্থান থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন...চলনবিলে নৌকাডুবি: ১ মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ৪

তারা হলেন- ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. বিল্লাল গনি (৫৫) এবং ঈশ্বরদী বাজারের খন্দকার মার্কেটের খেলোয়ার সামগ্রী বিক্রেতা শফিকুল ইসলাম স্বপন বিশ্বাস (৩৭)।

 

আরো পড়ুন...নৌকাডুবির ঘটনায় ইউপি সচিবের সহধর্মিণীর মরদেহ উদ্ধার

পাবনার সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহী ফায়ার স্টেশনের ডুবুরি লিডার নুরন্নবী বাংলানিউজকে জানান, স্রোতের টানে প্রায় দেড়-দুই কিলোমিটার ভাটিতে মরদেহগুলো চলে যাওয়া খুঁজে পেতে অনেকটা বিলম্ব হয়েছে।

আরো পড়ুন...নৌকাডুবি: এক শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২

শনিবার (০১ সেপ্টেম্বর) তিনটি মরদেহ পৃথক পৃথক সময়ে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। উদ্ধার হওয়া বাকি দুই মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

**চলনবিলে নৌকাডুবির স্থান পরিদর্শন করলেন পাবনার ডিসি

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।