রোববার (৯ সেপ্টেম্বর) দিনগত রাতে কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ মনিপুরঘাট এলাকার মো. জহির উদ্দিনের ছেলে ফাহিম (১৯) ও একই উপজেলার যশোদল মনিপুরঘাট এলাকার মো. কামাল মিয়ার ছেলে রবিউল আউয়াল রিয়াদ (বাবু)।
এরআগে রাত ৯টার দিকে র্যাব-১৪ সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার মনিপুরঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
জিপি