ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে কারখানায় আগুন: মিলল ২ জনের মরদেহ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
শ্রীপুরে কারখানায় আগুন: মিলল ২ জনের মরদেহ  শ্রীপুরের ভাংনাহাটি এলাকায় এম অ্যান্ড ইউ ট্রিমস বোতাম তৈরি কারখানার কেমিক্যাল গুদামে আগুন

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় বোতাম তৈরি কারখানার আগুনে দগ্ধ হয়ে দুজন নিহত হয়েছে।  

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ওই এলাকায় এম অ্যান্ড ইউ ট্রিমস নামে বোতাম তৈরি কারখানায় আগুন লাগে।

 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কর্মীরা কারখানার আগুন নিয়ন্ত্রণ করে। পরে কারখানার ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আগুন লাগার পরেই কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়ে তাদের মৃত্যু হয়েছে। তাদের নামপরিচয় জানা যায়নি।  

শ্রীপুরের ভাংনাহাটি এলাকায় এম অ্যান্ড ইউ ট্রিমস বোতাম তৈরি কারখানার কেমিক্যাল গুদামে রোববার দুপুরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার গুদামে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণের কয়েকটি শব্দ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কর্মী ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।  

** গাজীপুরে বোতাম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

** আড়াই ঘণ্টার চেষ্টায় গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

** শ্রীপুরে আগুনে পুড়ল বসতবাড়ির ২০ ঘর

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
আরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।