ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাংনীতে ২ হাতবোমা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
গাংনীতে ২ হাতবোমা উদ্ধার

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের একটি বাজার থেকে দু’টি হাতবোমা উদ্ধার করেছে স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা।

রোববার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে ওই ইউনিয়নের দেবীপুর বাজার থেকে হাতবোমা দু’টি উদ্ধার করা হয়।

সকালে স্থানীয়রা লাল স্কচটেপ মোড়ানো হাতবোমা দু’টি দেখতে পেয়ে বামন্দী পুলিশ ক্যাম্পে খবর দেয়।

পারে ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে বোমা দু’টি উদ্ধার করেন।

এসআই মকবুল হোসেন বাংলানিউজকে বলেন, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে দেবীপুর বাজার থেকে দু’টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর বোমা দু’টি পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।  

তিনি বলেন, এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে দুষ্কৃতকারীরা বোমা দু’টি বাজারে রেখে গেয়েছে। তবে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।