ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

‘ভেজালবিরোধী’ অভিযান জোরদার করার ঘোষণা মেয়র খোকনের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
‘ভেজালবিরোধী’ অভিযান জোরদার করার ঘোষণা মেয়র খোকনের বক্তব্য রাখছেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ছবি: বাংলানিউজ

ঢাকা: খাদ্যে ‘ভেজালবিরোধী’ অভিযান আরো জোরদার করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

গত ১৩ জানুয়ারি সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছিলো ডিএসসিসি। সপ্তাহ শেষ বেশ কিছু ব্যবসায়ী হোটেল মালিককে জেলা জরিমানা করে ডিএসসিসি।

পুনরায় খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত কঠোরভাবে অভিযান চলবে বলেও জানান মেয়র।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে থেকে ‘ভেজালবিরোধী’ অভিযান উদ্বোধনকালে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন এ অভিযান আরও জোরদার করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দেন।

সাঈদ খোকন বলেন, খাদ্যে ভেজাল বিষয়টি জনগণের মাঝে উৎকণ্ঠায় পরিণত হয়েছে। খাদ্যে ভেজালের পরিমাণ ছড়িয়ে পড়েছে যে কারণে নাগরিকদের স্বাস্থ্যে হুমকির মুখে পড়েছে। আমাদের প্রধানমন্ত্রী সুস্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন খাদ্যে ভেজাল, মাদক, সন্ত্রাস কঠোর হস্তে দমন করা হবে। এ বার্তা ইতোমধ্যে সব সংস্থার কাছে পৌঁছেছে যার ফলে সবাই চেষ্টা করে যাচ্ছে।

তিনি বলেন, গত ১৩ জানুয়ারি থেকে আমরা খাদ্যে ‘ভেজালবিরোধী’ অভিযান শুরু করেছিলাম। আমরা আগে শুধু আর্থিক জরিমানা করতাম। ভেজাল নিয়ন্ত্রণে আমরা এবার কঠোর হয়ে অভিযানের সময় অনেকজনকে বিভিন্ন মেয়াদে সাজাও দিয়েছি। সেসঙ্গে আর্থিক জরিমানা, অনেকের ট্রেড লাইসেন্স বাতিল ও বিভিন্ন রেস্তোরাঁ সিলগালা করে দেওয়া হয়েছে।

নাগরিকরা আমাদের এমন অভিযানে সাধুবাদ জানিয়েছে পাশাপাশি এ অভিযান অব্যাহত রাখতে আমাদের অনুরোধ জানিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা আবারও ‘ভেজালবিরোধী’ অভিযান শুরু করছি। খাদ্যে ভেজাল বিষয়টি নিয়ন্ত্রণে না আনা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। আর এ অভিযানের সঙ্গে সংশ্লিষ্টদের অনুরোধ জানাবো আপনার কঠোর হস্তে অভিযান আরও জোরদার করবেন।

হোটেল, রেস্তোরাঁ মালিকদের সতর্ক করে দিয়ে সাঈদ খোকন বলেন, হোটেল রেস্তোরাঁ মালিক এবং সংশ্লিষ্টদের বলবো খাদ্যে ভেজাল বিষয়ে আপনারা সংশোধন এবং সতর্ক হয়ে যান। অন্যথায় আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারাদণ্ডের মেয়াদ ও আর্থিক জরিমানাও আরও বাড়ানো হবে।

রেস্টুরেন্টগুলোতে আমাদের অভিযান শুধু সীমাবদ্ধ থাকবে না পাশাপাশি যারা ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করছেন তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।

এসময় মেয়র বেইলি রোডে অবস্থিত নবাবী ভোজ রেস্তোরাঁয় ঢুকে রেস্তোরাঁর ভেতরের পরিবেশ পরিদর্শন করেন। পাশাপাশি খাদ্যে ভেজাল এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি থেকে দূরে থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খাদ্যে ভেজালবিরোধী বিশেষ অভিযানে সম্পৃক্ত হয়ে ডিএসসিসিকে সহযোগিতা করছে নিরাপদ খাদ্য অধিদফতর, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব), বিএসটিআই,ওষুধ প্রশাসন পরিদফতরসহ অন্যান্য সংস্থাগুলো।

‘ভেজালবিরোধী’ বিশেষ অভিযান উদ্বোধনে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপক জাহিদ হোসেন, নিরাপদ খাদ্য অধিদফতরের প্রতিনিধি তুষার আহমেদ, র‍্যাবের ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, বিএসটিআই’র প্রতিনিধি আজহারুল হক, ওষুধ প্রশাসন পরিদফতরের প্রতিনিধি মাহবুব হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এসএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।