উপজেলার ১৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো জাতীয় পতাকার আদলে রাঙানো হয়েছে। দূর থেকে দেখলে মনে হয়, এ যেন লাল-সবুজের পতাকা।
শিশুদের স্কুলগামী করা, জাতীয় পতাকা ও দেশের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে গোপালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস গত ডিসেম্বরে ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ বাস্তবায়ন করেছে।
উপজেলার নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনজু আনোয়ারা ময়না বাংলানিউজকে জানান, এটি একটি মডেল। লাল সবুজ পতাকায় মোড়ানো ভবন মানেই সেটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ কারণে কাউকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুঁজে বের করতে কষ্ট করতে হয়না। এমনকি প্রথম শ্রেণীর কচি শিশুও এখন সহজেই জাতীয় পতাকা চিনতে পারে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম রুমি বাংলানিউজকে বলেন, এ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২৭ হাজার শিশু পড়ালেখা করে। এসব শিশুদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলার লক্ষ্যেই স্কুলগুলোকে লাল সবুজের জাতীয় পতাকার আদলে সাজানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
এমএমইউ/