রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার (৩০ জানুয়ারি) প্রধান হুইপ ও হুইপদের নিয়োগ অনুমোদন করেন। পরে সংসদ সচিবালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
বুধবার বিকেল ৩টায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের প্রথম দিনের কার্যসূচি শুরু হয়। শুরুতেই ডেপুটি স্পিকার স্বাগত বক্তব্য রাখেন। এরপর স্পিকার নির্বাচন করা হয়।
প্রতিমন্ত্রী মর্যাদায় নিয়োগপ্রাপ্ত ৬ জন হুইপের মধ্যে দশম সংসদের হুইপ আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম ও মাহবুব আরা গীনি বহাল থাকছেন।
অন্যরা হলেন— খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
ফের স্পিকার শিরীন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এসকে/এসএম/এমজেএফ