১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া ট্রাফিক শৃঙ্খলা কর্মসূচি ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল। এখন সেটা চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, ১৫ থেকে ৩০ জানুয়ারি এই ১৬ দিন ট্রাফিক শৃঙ্খলা পক্ষ চলাকালে মামলা হয়েছে ৯৫ হাজার ৮৩৫টি। জরিমানা করা হয়েছে চার কোটি ৯২ লাখ ৪২ হাজার ৭৫০ টাকা।
মামলার মধ্যে রয়েছে বাস বা মিনিবাসের বিরুদ্ধে ১৫ হাজার তিনটি, ট্রাকের ৫৩১, কাভার্ডভ্যানের ২০ হাজার ৮২৬, সিএনজিচালিত অটোরিকশার ১২ হাজার ৪৭, ট্যাক্সিক্যাবের বিরুদ্ধে ২৪টিসহ বাকি মামলা হয়েছে ভিন্ন ভিন্ন গাড়ির বিরুদ্ধে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
এমএমআই/টিএ