ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ক্যান্সার দিবসে সিলেটে র‌্যালি-সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
ক্যান্সার দিবসে সিলেটে র‌্যালি-সভা ক্যান্সার দিবসে সিলেটে র‌্যালি-সভা, ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘বিশ্ব ক্যান্সার দিবস’।

‘আমি এবং আমিই করবো-ক্যান্সারের বিরুদ্ধে লড়াই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে র‌্যালি বের করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ।

হাসপাতাল ফটক থেকে শুরু হওয়া র‌্যালিটি সিলেটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেডিকেল কলেজ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

সেখানে ক্যান্সার দিবস উপলক্ষে বিভিন্ন তথ্য ও গবেষণাধর্মী প্রতিবেদন উপস্থাপন করা হয়।

হাসপাতালের অধ্যক্ষ ডা. ময়নূল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক, উপ-পরিচালক ডা. দেবপদ রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিওথেরাপি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. কামাল উদ্দিন।

অনুষ্ঠানের মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের ‘ক্যান্সার ইপিডেমিওলজি’ বিভাগের বিভাগীয় প্রধান ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।