ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ভিওআইপি সরঞ্জামসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
কুমিল্লায় ভিওআইপি সরঞ্জামসহ আটক ১

কুমিল্লা: কুমিল্লা নগরে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ আফজল শরীফ (১৯) নামে এক যুবককে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরের বাগিচাগাঁওয়ের নতুন চৌধুরীপাড়ার ‘নীহারিকা’ নামে একটি ভবন থেকে তাকে আটক করা হয়। আফজল কুমিল্লা নগরের তালতলা এলাকার বজলুর রহমানের ছেলে।

 

র‌্যাব-১১ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই বাসা থেকে ১০টি ভিওআইপি বক্স, চারটা ল্যাপটপ, ১ হাজার ৫০০টি সিমকার্ডসহ আফজলকে আটক করা হয়।  

তিনি ওই ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন ও অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনা করতেন। তার এক সহযোগী পলাতক রয়েছেন বলেও জানান কমান্ডার মুহিতুল।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।