মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পৌর এলাকার লক্ষীপুর সীমান্তে পাচাঁরের সময় এগুলো উদ্ধার করা হয়।
কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল্লাহ আল ফারুকী বাংলানিউজকে বলেন, এক সপ্তাহ আগে থেকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি লক্ষীপুর সীমান্ত এলাকা দিয়ে দু’কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল বাংলাদেশে আনা হবে।
মঙ্গলবার ভোরে দুই লাখ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা, সেনেগ্রা ও টার্গেট বাংলাদেশে পাচাঁরের সময় বিজিবি অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা কৌশলে পালিয়ে যায়। পরে বিজিবি প্যাকেটভর্তি দুই কোটি টাকা সমমানের ওই ট্যাবলেটগুলো উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
ওএইচ/