শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি উশান্তু তালুকদারের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ এবং নারী নেত্রী হেরা মণ্ডল প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, এ দুই কৃতি পুরুষ বাংলাদেশের বিচারাঙ্গনে ন্যায়বিচার প্রতিষ্ঠার যে ভূমিকা রেখে গেছেন, তা পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষণীয়। দেশের মানুষ তাদের যুগ যুগ ধরে স্মরণ রাখবেন।
বক্তারা বলেন, জাতি, ধর্মের ঊর্ধ্বে প্রথমে মানুষ হতে হবে, সেটা প্রমাণ করে গেছেন সুরঞ্জিত সেনগুপ্ত ও দেবেশ চন্দ্র ভট্টাচার্য।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এএটি