মেহেরপুর: সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই ও মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলকে একটি চেক ডিজঅনার মামলায় এক বছরের কারাদণ্ড ও তিন কোটি ষাট লাখ টাকা আদায়ের রায় দিয়েছেন আদালত।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর আদালতের যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক (২য়) কবির হোসেন এ রায় দেন।
মামলার বাদী দেবাশীষ বাগচি বলেন, ২০১৪ সালে ফরহাদ হোসেন এমপি নির্বাচিত হওয়ার পর দেবাশীষ বাগচিকে ব্যবসায়িক অংশীদার নিয়ে ঠিকাদারি ব্যবসা শুরু করেন সরফরাজ হোসেন মৃদুল। ব্যবসায় আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠলে দেবাশীষকে ১ কোটি ৮০ লাখ টাকার চেক দিয়ে ব্যবসা থেকে সরিয়ে দেন সরফরাজ। সেই চেক ব্যাংকে ডিজঅনার হলে মৃদুলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন দেবাশীষ। মৃদুলও দেবাশীষের নামে চেক চুরির মামলা করে পুলিশ দিয়ে হয়রানি করেন। বাড়িতে প্রশাসনের লোকজন পাঠিয়ে তার স্ত্রীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন। এরপর স্বামী-স্ত্রী বাধ্য হয়ে আত্মগোপনে চলে যান। ৫ আগস্ট দেশের অবস্থার পরিবর্তন হলে তারা আত্মগোপন থেকে ফিরে আসেন।
তিনি আরও বলেন, আদালতের রায়ে খুশি হয়েছি। আমি আশা করি আদালতের মাধ্যমে দ্রুত পাওনা টাকা পাবো।
মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খ. ম. ইমতিয়াজ বিন হারুন জুয়েল ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন এম এ মতিন।
উল্লেখ্য, সরফরাজ হোসেন মৃদুল, তার ভাই সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, ভাবি সৈয়দা মোনালিসা ইসলাম ও দুলাভাই আব্দুস সামাদ বাবলু বিশ্বাস কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়ে মেহেরপুর জেল হাজতে রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
আরএ