শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে অ্যাম্বুলেন্সে তার মরদেহ শহরের মোড়াইল এলাকায় কবির নিজ বাড়িতে আনা হয়।
রোববার (১৭ ফেব্রুয়ারি) জোহর নামাজের পর নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
>>>আরও পড়ুন...বাংলা একাডেমিতে কবি আল মাহমুদের মরদেহ
আল মাহমুদের ঘনিষ্ঠ সহচর আবিদ আজম বাংলানিউজকে বলেন, রোববার সকাল ১১টা থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে মাঠে রাখা হবে।
এরআগে, শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি আল মাহমুদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
কবি আল মাহমুদের প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। ১৯৩৬ সালরে ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন আল মাহমুদ।
>>>আরও পড়ুন...রোববার নিজ গ্রামে শায়িত হবেন কবি আল মাহমুদ
গত ৮ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তির পর ৯ ফেব্রুয়ারি কবিকে প্রথমে সিসিইউতে নেওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে ওইদিন রাত সাড়ে ১২টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়। তিনি ওই হাসপাতালের নিউরোলজি বিশেষজ্ঞ ডা. আব্দুল হাইয়ের তত্ত্বাবধানে ছিলেন। পরে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ ফেব্রুয়ারি রাতে মৃত্যুর কাছে পরাজিত হন তিনি।
আল মাহমুদের প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন বড়। স্থানীয়দের কাছে আল মাহমুদ পরিচিত ছিলেন পিয়ারু মিয়া নামে।
বাংলাদেশ সময়: ২০৪৯৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এনটি