মাগুরা: ফের গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখাকে যাচ্ছেন মাগুরার আব্দুল হালিম। ভাঙলেন নিজের রেকর্ডই।
মাগুরা ইনডোর স্টেডিয়ামে সম্প্রতি মাথায় বল নিয়ে সাইকেল চালিয়েছেন ২০ দশমিক ৬০ কিলোমিটার পথ। সময় লেগেছে ১ ঘণ্টা ৪৮ মিনিট ৫৪ সেকেন্ডে। দূরত্ব ও সময় দুই দিক থেকেই তার আগের বিশ্বরেকর্ডকে ছাড়িয়ে গেছে বহুদূর।
এই রেকর্ড একবার নয়; তিনবার গড়েছেন হালিম।
২০১১ সালে ২২ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে বল মাথায় নিয়ে ১৫ দশমিক ২ কিলোমিটার পথ হেঁটে বিশ্বরেকর্ড করেন আব্দুল হালিম।
এর ৪ বছর পর ২০১৫ সালে মাথায় বল নিয়ে রোলার স্কেটিং পায়ে বল মাথায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে ১০০ মিটার দূরত্ব অতিক্রম করে গড়েন আরেক বিশ্বরেকর্ড।
এর দুই বছর পর ২০১৭ সালের জুন মাসের ৮ তারিখে বল মাথায় নিয়ে সাইকেল চালিয়ে ১৩ দশমিক ৭৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে গড়েন তৃতীয় বিশ্বরেকর্ড। সময় নিয়েছিলেন ১ ঘণ্টা ১৪ মিনিট ২১ সেকেন্ড।
তিনবারই তার নাম ওঠে গিনেস বুক অব ওয়ার্ল্ডে। এবার আব্দুল হালিম সাইকেল চালিয়ে মাথায় বল নিয়ে সর্বশেষ ১৩ দশমিক ৭৪ কিলোমিটারের রেকর্ডটি ভাঙলেন।
আব্দুল হালিম বলেন, দেশে ফুটবল ফ্রি স্টাইল দেখিয়ে যারা গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখিয়েছেন তাদের পৃষ্ঠপোষকতা দিলে আগামী প্রজন্ম এ ধরনের বিশ্বরেকর্ড করার জন্য উৎসাহিত হবে।
মাগুরা জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস বলেন, আব্দুল হালিম মাগুরা জেলাসহ সারা দেশের গর্ব। তিনি ফুটবলের নৈপুণ্য দেখিয়ে সারা বিশ্বের কাছে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সম্মান এনে দিয়েছেন। তার সাফল্য কামনা করছি।
বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
এসএএইচ