ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জনগণের জানমাল রক্ষায় সরকার ব্যর্থ: সিপিবি সা. সম্পাদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
জনগণের জানমাল রক্ষায় সরকার ব্যর্থ: সিপিবি সা. সম্পাদক

ঢাকা: বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ডা. এম এ সামাদ বলেছেন, রাজধানীর চকবাজারের অগ্নিকাণ্ডে নিহতদের এক কোটি টাকা ও আহতদের ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। একটি সভ্য দেশের আবাসিক এলাকায় এমন ভয়ানক রাসায়নিক কারখানা থাকতে পারে না। যেহেতু জনগণের জানমাল রক্ষায় এ সরকার ব্যর্থ হয়েছে, সেহেতু এর দায়ভার সরকারকেই নিতে হবে। 

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্যজোট অগ্নিকাণ্ডে নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে এ মানববন্ধন করে।  

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, জাতীয় বিপ্লবী পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ড. সামছুল আলম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা মোস্তফা আল খালিদ, আব্দুল্লাহ আল মামুন, রফিকুল ইসলাম, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা আবু মাছুম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এমএমআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।