সোমবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা বাংলানিউজকে এ কথা জানিয়েছেন। তবে তদন্তের স্বার্থে আটকদের নাম-পরিচয় জানাননি তিনি।
এদিকে নিহত শাহেদের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা জেদান আল মুছা বলেন, তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি। আমরা প্রকৃত খুনিদের ধরতে কাজ করছি।
গত রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে সিলেট নগরের হাউজিং এস্টেট আম্বরখানা গালর্স স্কুলের সামনে স্কুলছাত্র শাহেদকে ছুরিকাঘাত করে খুন করে তার সহপাঠীরা।
নগরের রংধনু আবাসিক এলাকার মৃত আবদুল খালিকের ছেলে নিহত শাহেদ ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিতে পড়তেন।
তিনি জানান, বেড়াতে এসে বন্ধুদের সঙ্গে কথাকাটাকাটির জেরে মদন মোহন কলেজের একাদশ শ্রেণির ছাত্র মামুন খানকে মারধর করে শাহেদের সঙ্গীরা। এর জেরে কলেজছাত্র মামুন খানসহ তার সহপাঠীরা নগরের পায়রা এলাকার ওসামা বিন কাদের, লিমন, রাহিসহ পাঁচজন মিলে শাহেদকে খুন করে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এনইউ/আরআইএস/