ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

জামায়াত যে রূপেই আসুক অপরাধীদের জবাবদিহি করতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
জামায়াত যে রূপেই আসুক অপরাধীদের জবাবদিহি করতে হবে আইনমন্ত্রী আনিসুল হক/ফাইল ফটো

ঢাকা: জামায়াত যে রূপেই আসুন না কেন, তৎকালীন জামায়াতের যারা ছিল তারা অপরাধ করে থাকলে আদালতে তাদের জবাবদিহি করতে হবে বলে জনিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিউইয়র্ক স্টেট গভর্নরের ২৫ সেপ্টেম্বরকে ‘বাংলাদেশ ইমিগ্রেশন ডে’র ঘোষণাপত্র হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।  
 
জামায়াত নিষিদ্ধ করতে আইনের সর্বশেষ অবস্থা জানতে চাইলে মন্ত্রী বলেন, যে মামলাটা আপিল বিভাগে পেন্ডিং আছে সেটা জামায়াতের নিবন্ধন বাতিল করার জন্য।

হাইকোর্ট ডিভিশন তাদের নিবন্ধন বাতিলের রায় দিয়েছে। সেটার বিরুদ্ধে তারা আপিল করেছে তা এখন পেন্ডিং আছে। আপিলে যদি হাইকোর্ট ডিভিশনের রায় বহাল থাকে তাহলে জামায়াতের নিবন্ধন বাতিল হবে এবং জামায়াত রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে আর থাকতে পারবে না।
 
‘আমরা যেটা করার চেষ্টা করছি ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় তারা মানবতাবিরোধী যে অপরাধ করেছে সেই অপরাধের জন্য বিচার করা। আপনারা এটাও জানেন ফৌজদারি অপরাধ কিন্তু তামাদি হয় না। ’
 
আইনমন্ত্রী বলেন, জামায়াত যে রূপেরই আসুক না কেন, তৎকালীন জামায়াতের যারা ছিল তারা যদি অপরাধ করার মধ্যে সম্পৃক্ত থাকে তবে আদালতে তাদের জবাবদিহি করতে হবে।
 
জামায়াতের কোনো নেতা যদি যুদ্ধাপরাধের সঙ্গে সম্পৃক্ত না থাকে এমন কোনো ব্যক্তি নতুন করে দল করতে চায় তবে আইনগতভাবে কোনো বাধা থাকবে কিনা- প্রশ্নে মন্ত্রী বলেন, সেটা যখন তিনি করতে যাবেন তখন আমরা খতিয়ে দেখবো।
 
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।