ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ’ ১৬-২২ মার্চ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
‘জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ’ ১৬-২২ মার্চ জাটকা (ফাইল ফটো)

ঢাকা: অনিবার্যকারণে পূর্বঘোষিত ১০-১৬ মার্চের পরিবর্তে আগামী ১৬ থেকে ২২ মার্চ পর্যন্ত দেশব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করবে সরকার। ইলিশ অধ্যুষিত ৩৬টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে।

রোববার (০৩ মার্চ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ১৬ মার্চ ভোলার চরফ্যাশনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী করবেন।

এরপর সেখানে তার নেতৃত্বে বর্ণাঢ্য নৌ-র‍্যালি অনুষ্ঠিত হবে।

এর আগে আগামী ১৫ মার্চ মৎস্য অধিদফতরে সংবাদ সম্মেলন করে জাটকা সংরক্ষণ সপ্তাহের নানা কর্মসূচি তুলে ধরবেন প্রতিমন্ত্রী। এ বছরের জাটকা সংরক্ষণ সপ্তাহের স্লোগান নির্ধারিত হয়েছে ‘কোনো জাল ফেলবো না, জাটকা-ইলিশ ধরবো না। ’

সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে সংশ্লিষ্ট ৩৬টি জেলা-উপজেলায় সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন, টিভি-রেডিওতে প্রচারণা, ঢাকায় বিভিন্ন স্থানে জাটকা সংরক্ষণ আইনের প্রচারের পাশাপাশি পুলিশি অভিযান চালানোসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতেও ব্যাপক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

সপ্তাহ পালনের আওতাভূক্ত জাটকাসমৃদ্ধ ৩৬টি জেলা হচ্ছে- ঢাকা, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মিন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, চাঁদপুর, লক্ষীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, জামালপুর, পাবনা, কুড়িগ্রাম ও গাইবান্ধা।  

এরআগে সোমবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন নিয়ে ‘ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স’ সভায় ১০ থেকে ১৬ মার্চ পর‌্যন্ত জাটকা সপ্তাহ পালনের সিদ্ধান্ত হয়েছিলো। অনিবার্যকারণে কারণে তা পরিবর্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।