সোমবার (০৪ মার্চ) বিকেলে মাগুরার কেন্দ্রীয় কালি বাড়িতে পুণ্যার্থীরা শিব চতুর্দশী ব্রত পালন করে শিবের মাথায় জল ঢালেন।
পূজা দিতে আশা স্কুল শিক্ষিকা অনিমা চক্রবর্তী বাংলানিউজকে বলেন, ভোর রাত থেকে উপোস থেকে বেল পাতা, ডাবের জল, ফুল দিয়ে শিব ঠাকুরের মাথায় জল নিবেদন করি।
মাগুরা কালী বাড়ি পুরোহিত শ্রী পরেশ কান্তি চক্রবর্তী বাংলানিউজকে বলেন, ফাল্গুন মাসের পঞ্চমী তিথিতে দেবাদিদেব মহাদেব শিব ঠাকুরের মাথায় জল ঢেলে শিব চতুর্দশী পালন করেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। তারা মনে করে শিব ঠাকুরের মাথায় জল দিয়ে তাকে সন্তুষ্ট করতে পারলে জগতের সব পাপ থেকে মুক্ত হতে পারবে। এমন বিশ্বাস নিয়ে হিন্দু ধর্মম্বলম্বীরা এই শিব চতুর্দশী ব্রত পালন করেন।
মাগুরা কেন্দ্রীয় কালি বাড়ি মন্দির কমিটির সভাপতি শ্রী মোহন লাল রায় (খোকন ঠাকুর) বাংলানিউজকে বলেন, মাগুরা কেন্দ্রীয় কালি বাড়িতে শিব চতুর্দশী উপলক্ষে সকাল থেকে মাগুরা কেন্দ্রীয় কালি বাড়িসহ নিতাই গৌর সেবাশ্রম, রাধা বিনোদ সেবাশ্রম, সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম, সিদ্বেশ্বরী মঠ ও মিশন মন্দিরসহ সব মন্দির ও মঠে এই শিব চতুর্দশী ব্রত পালন করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এনটি