সোমবার (৪ মার্চ) দিনগত রাতে খবর পেয়ে ওই মর্টারশেলটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের মফিদুল ইসলামের বাড়ির পাশে পুকুর খনন করতে গিয়ে শ্রমিকরা মর্টারশেলটি দেখতে পান।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে জানান, নয় ইঞ্চি লম্বা মর্টারশেলটি বেশ পুরনো। এটি নিয়ে যেতে সেনাবাহিনীকে চিঠি দেওয়া হচ্ছে। তারা এলে এটি হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
এসআই