ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদ হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মার্চ) সকাল ৮টার দিকে জেলার গোয়ালন্দ উপজেলার আখ সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। নাহিদ যশোর জেলার মেহেরপুর কেশবপুর গোপসেনা গ্রামের মো. নাসিরের ছেলে।

নাহিদের চাচাতো ভাই ও বৈদ্যুতিক লাইন টানানো কাজের ফোরম্যান আব্দুল কাদের বলেন, ২৫ দিন আগে নাহিদ যশোর থেকে রাজবাড়ীতে কাজের জন্য আসে। বুধবার সকালে খুঁটিতে বৈদ্যুতিক লাইন টানানোর সময় সে নিচে পড়ে যায়।

দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. এস এম তারেক আনাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই নাহিদের মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।