ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

চিলমারীতে দু’দিন ব্যাপী পন্ডিত বইমেলা-লেখক সম্মিলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৬, মার্চ ৮, ২০১৯
চিলমারীতে দু’দিন ব্যাপী পন্ডিত বইমেলা-লেখক সম্মিলন সভায় কথাসাহিত্যিক আনিসুল হক। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় দু’দিন ব্যাপী পন্ডিত বইমেলা-লেখক সম্মিলন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে থানাহাট এ ইউ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বইমেলা ও সম্মিলনের  উদ্বোধন করেন বরেণ্য কথা সাহিত্যিক ডা. হুমায়ুন কবির।  

পন্ডিত বইমেলা ও লেখক সম্মিলনী পর্ষদ এ মেলার আয়োজন করে।

মেলার প্রথম দিনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন।  

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম, গীতিকার-উপন্যাসিক আবু রায়হান, চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা, সাংবাদিক সফি খান প্রমুখ।  

সভায় স্বাগত বক্তব্য রাখেন পন্ডিত বইমেলা ও লেখক সম্মিলনী পর্ষদের সদস্য সচিব বশির আহমেদ।  

শুক্রবার (৮ মার্চ) মেলার দ্বিতীয় দিনে কুড়িগ্রাম পুলিশ সুপার মেহেদুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সময় প্রকাশনের স্বত্বাধিকারী, বাংলাদেশ ও জ্ঞান সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শওকত আলী সরকার বীরবিক্রম, কবি ও সম্পাদক মিজান খন্দকার, কবি ও প্রাবন্ধিক ডা. তুহিন ওয়াদুদ, থানাহাট এ ইউ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফাউন্নাহার।  

মেলার দ্বিতীয় দিনে স্বাগত বক্তব্য রাখবেন ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতির মহাসচিব সাইদুল আবেদীন ডলার।

মেলায় ঢাকা থেকে আগত সময় প্রকাশনী ও বাবুই প্রকাশনীসহ উল্লেখ্যযোগ্য প্রকাশনী  বইয়ের ১২টি স্টল রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এফইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।