ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাই দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাজু (২০) নামে এক  শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় রাজুকে বাঁচাতে গিয়ে মো. রেজাউল (২০) নামে অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলার উত্তর সুজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু বিরামপুর উপজেলার দক্ষিণ সাহাবাজপুর গ্রামের মো. আনিছুর রহমানের ছেলে।

 

আহত রেজাউল পার্বতীপুর উপজেলার আমবাড়ী গ্রামের নুর ইসলামের ছেলে।  

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব বাংলানিউজকে জানান, নির্মাণাধীন বাড়ির ছাদ ঢালাই দেয়ার সময় অসাবধানতায় বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন রাজু। এসময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে রেজাউলও বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় দুই জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুপুর সাড়ে ১২টায় অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাজু মারা যায়।  

এ ঘটনায় বিল্ডিংয়ের মালিক ব্যাংক কর্মচারী সঞ্জয় কুমারকে আটক করেছে পুলিশ। আটক সঞ্জয় কুমার শিবনগর ইউনিয়নের রাজারমপুর মাছুয়াপাড়া গ্রামের রামা কান্তের ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।