ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘১২৩ বছর বয়সে কখনো ওষুধ সেবন করিনি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
‘১২৩ বছর বয়সে কখনো ওষুধ সেবন করিনি’

হবিগঞ্জ: ‘মানুষের আয়ুর তুলনায় বাসনা অনেক বেশি হওয়ায় এতো অশান্তি। পৃথিবী একদিন শান্তির নীড় হবে। আমি হিন্দু-মুসলিম কিংবা জাত-বর্ণের বাছ-বিচার করি না। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে অনুকরণীয়।’

হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক নিখিল ভট্টাচার্য্য বাসায় মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যার দিকে বাংলানিউজের সঙ্গে আলাপচারিতায় স্বামী শিবানন্দ এসব কথা বলেন।

১২৩ বছর বয়সী স্বামী শিবানন্দ

বর্তমানে ভারতে বসবাস করলেও তার জন্মস্থান হবিগঞ্জের বাহুবল উপজেলার হরিপুরে। প্রায় ১১৮ বছর আগে দেশ ছেড়ে চলে যান তিনি। তবে শেষ জীবন বাংলাদেশেই অতিবাহিত করার অভিপ্রায় ব্যক্ত করেছেন ‘বিশ্বে প্রবীণ হিসেবে পরিচিত’ এ ব্যক্তি। সম্প্রতি তিনি তীর্থ ভ্রমণে হবিগঞ্জে এসেছেন।

দীর্ঘায়ুর বিষয়ে স্বামী শিবানন্দ বলেন, ‘ওষুধ রোগ সৃষ্টি করে। বাঁচতে হলে ওষুধ ছাড়তে হবে। পরিমিত আহার, সঠিক খাদ্যাভ্যাস এবং সু-শৃঙ্খল জীবন-যাপন করলে নিজেকে রোগমুক্ত রাখা যায়। সেক্ষেত্রে আমাকে সবাই অনুসরণ করতে পারেন ১২৩ বছর বয়সে কখনো আমি ওষুধ সেবন করিনি। ’

খুবই স্বল্পভাষী এ প্রবীণ আলাপচারিতার এক পর্যায়ে মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা হওয়ার স্মৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দেখা হয়েছিল, তবে যেহেতু তাদের এবং আমার কাজের ক্ষেত্র ভিন্ন, তাই তেমন একটি ঘনিষ্ঠতা হয়নি’।

ভারতীয় পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যমতে, ১৮৯৬ সালের ৮ আগস্ট তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার হরিপুরে জন্মগ্রহণ করেছেন। শিবানন্দ ঠাকুরবাণী বংশের দশম পুরুষ তিনি। ১৯০১ সালে তিনি ভারতের নবদ্বীপে স্থায়ীভাবে চলে যান। শিক্ষাজীবনে কলকাতা মেডিকেল কলেজ থেকে পাস করে ১৯২৫ সালে লন্ডনে চলে যান এবং সেখান থেকে গ্র্যাজুয়েশন ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ইউরোপের প্রায় সব দেশসহ অর্ধশতেরও বেশি দেশ তিনি ভ্রমণ করেছেন।

হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক নিখিল ভট্টাচার্য্য বাংলানিউজকে বলেন, ‘বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের ইচ্ছা যাতে তার পূরণ হয় সেজন্য সরকারের কাছে দাবি জানাই। তিনি মানুষের মাঝে ঈশ্বরের অস্তিত্ব খুঁজেন। মানুষের সেবা এবং স্রষ্টার প্রার্থনাই তার ব্রত’।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।