ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কোনো তদবির ছাড়াই ফরিদপুরে পুলিশে চাকরি পেলেন ৫৬ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
কোনো তদবির ছাড়াই ফরিদপুরে পুলিশে চাকরি পেলেন ৫৬ জন

ফরিদপুর: ফরিদপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরের ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

 

এর আগে বুধবার (২০ নভেম্বর) রাতে ফরিদপুর জেলা হতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানান ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে অনেকেই আনন্দে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। তারা তখনও বিশ্বাস করতে পারছেন না কোনো ধরনের তদবির ও টাকা ছাড়াই তারা পুলিশে চাকরি পেয়েছেন। অশ্রুশিক্ত নয়নে অনেকের কান্না উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।

এ সময় নিয়োগ বোর্ডের সব সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও অন্যান্য অফিসাররা, নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সব পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ফরিদপুরের এসপি আব্দুল জলিল জানান, টিআরসি পদে নিয়োগ পরীক্ষায় ফরিদপুর জেলায় প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছেন, তারা সম্পূর্ণ তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে।

তিনি উত্তীর্ণ সবার উদ্দেশে আগামী দিনে ‘সেবার ব্রতে চাকরি’ এই মহান ব্রতে উজ্জীবিত হয়ে, সততা দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান।

প্রাথমিকভাবে ফরিদপুর জেলা হতে মোট ৫৬ জন কৃতকার্য হয়েছে। যার মধ্যে নারী সদস্য ছয়জন এবং পুরুষ সদস্য ৫০ জন রয়েছে। এছাড়াও ছয়জন প্রার্থী অপেক্ষমাণ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।