ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে যাত্রী হেনস্তার ব্যাখ্যা দিলো বেবিচক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
শাহজালালে যাত্রী হেনস্তার ব্যাখ্যা দিলো বেবিচক

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে হেনস্তার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় ব্যাখ্যা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে বেবিচকের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টার্কিস এয়ারলাইন্সের স্টাফ শামস উদ্দীনের সঙ্গে ফ্লাইটের একজন যাত্রীর অনলাইনে প্রকাশিত ভিডিওর ঘটনাটি গত ১৩ জানুয়ারির।

সেদিনের ফ্লাইটে একই পরিবারের পাঁচ জন যাত্রী অনেকগুলো লাগেজ নিয়ে ইস্তাম্বুল হয়ে লন্ডন যাওয়ার জন্য এয়ারপোর্টে আগমন করেন। চেকিং করার সময় তাদের কাছে থাকা অতিরিক্ত ২৪ কেজি ওজনের একটি লাগেজের ভেতরে কাঁচা শাকসবজি পাওয়া গেলে এয়ারলাইন্স স্টাফ তা বহন করতে নিষেধ করেন। কিন্তু যাত্রীদের মধ্যে একজন তার কেবিন লাগেজে তা বহন করেন যা বিমানে প্রবেশের পূর্বে এয়ারলাইন্স স্টাফের নজরে আসে। সেখানে নিষেধ করার পরও তারা জোর করে বোর্ডিং ব্রিজে প্রবেশের চেষ্টা করলে স্টাফরা তাদের আবারও বাধা দেন। এ সময় যাত্রীরা তাদের হয়রানি করা হচ্ছে বলে ভিডিও করার পাশাপাশি বাগবিতণ্ডায় জড়ান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এয়ারলাইন্স স্টাফ শামস উদ্দিন তাদের মধ্যে একজন যাত্রীকে ধরে হোল্ডিং লাউঞ্জে নিয়ে আসেন এবং বোর্ডিং ব্রিজ-৯ এর এভসেক সিকিউরিটিতে কর্তব্যরত এএসআই খোকন, এএসজি নজরুল, অপারেটর নুরজাহান ও এলএসি সারোয়ারকে অবহিত করেন। পরবর্তীতে যাত্রীকে বুঝিয়ে শান্ত করা হয়। ওই যাত্রীর সামনেই সমস্ত সবজি ডাস্টবিনে ফেলে দেওয়া হয় এবং যাত্রী খালি ব্যাগ নিয়ে বিমানে প্রবেশ করেন।

বেবিচক জানায়, এয়ারলাইন্স নীতিমালা অনুযায়ী একজন যাত্রী সর্বোচ্চ সাত কেজি ওজনের হ্যান্ড লাগেজ বহন করার অনুমতি পান। তবে সেই যাত্রী ২৪ কেজি ওজনের হ্যান্ড লাগেজ বহন করায় এয়ারলাইনস স্টাফ বাধা প্রদান করলে যাত্রীর সঙ্গে বাদানুবাদ হয়।

বাংলাদেশ সময়:০১২৯ ঘণ্টা,জানুয়ারি ১৯,২০২৫
এমআইএইচ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।