ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফেনী: ফেনীর ছাগলনাইয়া সীমান্তবর্তী এলাকা থেকে মিজানুর রহমান (৪০) নামে এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১৮ মার্চ) বিকেলে ছাগলনাইয়া উপজেলার যশপুর সীমান্তে কাঁটাতারের কাছে গেলে টহলরত বিএসএফ সদস্যরা মিজানুরকে ধরে নিয়ে যায়।

এরপর ওই দিন সন্ধ্যায় পতাকা বৈঠক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ।

এতে কোনো সুরাহা না হওয়ায় মঙ্গলবার (১৯ মার্চ) ফের তারা বৈঠকে বসছেন বলে জানিয়েছেন বিজিবির হাবিলদার আবদুল মান্নান।

তিনি জানান, সোমবার বিকেলে যশপুর সীমান্তে কাঁটাতারের কাছ থেকে মিজানুরকে আটক করে নিয়ে যায় বিএসএফ। মিজানুর পেশায় একজন কৃষক। তিনি পৌরসভার দক্ষিণ যশপুর কলোনির সুরুজ মিয়ার ছেলে।  

এ বিষয়ে ওই দিন বিকেলে পার্শ্ববর্তী বিজিবির দেবপুর বিওপির নায়েক সুবেদার আরফান আলী ও বিএসএফের ডিআইজি আজমল হায়দারের নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় মঙ্গলবার ফের বৈঠকের সিদ্ধান্ত হয়।  

বিজিবির নায়েক সুবেদার আরফান জানান, সোমবারের বৈঠকে তাকে ছেড়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় মঙ্গলবার বৈঠক বসার সিদ্ধান্ত হয়। বৈঠক চলছে। বৈঠক শেষে সিদ্ধান্ত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।