ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিরপুরে কম্প্রেসার বিস্ফোরণে ২ জন দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
মিরপুরে কম্প্রেসার বিস্ফোরণে ২ জন দগ্ধ

ঢাকা: রাজধানীর মিরপুর-১২ নম্বর সেকশনে মুসলিম বাজারে একটি অফিসে এসির কম্প্রেসার মেশিন বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছে।

বুধবার (২০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

 

দগ্ধরা হলেন- আশিকুল ইসলাম আশিক (৫৫) ও তার বন্ধু ফজলুল হক (৫০)। ফজলুল হক পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে চাকরি করেন। আশিকের বাসা মিরপুর ডিওএইচএস।

দগ্ধরা জানান, সন্ধ্যায় মিরপুর-১২ নম্বর সেকশনের ১৮ নম্বর রোডের ডি ব্লকের ১০ নম্বর ভবনের নিচে আশিকের অফিসে বসে দুই বন্ধু গল্প করছিলেন। এসময় রুমের ভেতর এসির কম্প্রেসার মেশিন বিস্ফোরণ হয়। এতে আশিক ও ফজলুল দুইজনেই দগ্ধ হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্ট) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, আশিকের শরীরের ২৬ শতাংশ ও ফজলুর ৩৩ শতাংশ হয়েছে। তারা বার্ন ইউনিটে ভর্তি রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।