ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

বিলাইছড়িতে আ’লীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৮, মার্চ ২৩, ২০১৯
বিলাইছড়িতে আ’লীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ১  গ্রেফতারকৃত স্নেহাশীষ চাকমা

রাঙামাটি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা হত্যাকাণ্ডে জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। 

 গ্রেফতারকৃত আসামির নাম স্নেহাশীষ চাকমা (৪৩)। শনিবার (২৩ মার্চ) সকালে শহরের বনরূপার বলফিয়া আদম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

স্নেহাশীষ চাকমা নিজেকে সন্তু লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক নেতা ছিলেন বলে দাবি করেছেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে রাঙামাটি কোতোয়ালি থানায় কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক রনি জানান, রাঙামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা হত্যাকারী স্নেহাশীষ চাকমাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।