ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দেশ ক্রান্তি লগ্নে চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
দেশ ক্রান্তি লগ্নে চলছে

ব্রাহ্মণবাড়িয়া: সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর বলেছেন, দেশ ক্রান্তি লগ্নে চলছে। মুসলমানদের ওপর বিশ্বজুড়ে বিপদ নেমে এসেছে।

শনিবার (২৩ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার মাছিহাতায় সিলেট ও তড়ফ রাজ্য (তৎকালীন সময়ে সিলেট ও তার পাশ্ববর্তী অঞ্চল নিয়ে গঠিত ছিল) বিজয়ী সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার ৭১৬তম বিজয় বার্ষিকী উপলক্ষে সিপাহসালার উত্তরসূরিদের নিয়ে প্রীতি সম্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এরআগে, মাছিহাতা দরবার শরীফের পীরজাদা সৈয়দ উবায়দুর রহমান এ প্রীতি সম্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

ইসলামের সঠিক চর্চার দাবি জানিয়ে তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। সঠিকভাবে ইসলামের চর্চা করলে এসব বিষয় থেকে উত্তরণ সম্ভব হবে। সারাবিশ্বে মুসলমানদের ওপর যে হামলা হচ্ছে সেটা দুঃখজনক।  

এসময় তিনি অমুসলিমদের ইসলামি গ্রন্থগুলো পড়ে বিবেচনা করার জন্য আহ্বান জানান।

সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে সৈয়দ পরিবারের সদস্যগণ অংশ নেন।  

পীর শাহ সৈয়দ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- হবিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক।

বাংরাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।