রোববার (২৪ মার্চ) রাতে জেলার মোংলা উপজেলার হারবারিয়া খাল সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় সাত কেজি হরিণের মাংস, দুইটি হরিণের মাথা এবং দুইটি হরিণের চামড়া উদ্ধার করা হয়।
সোমবার (২৫ মার্চ) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার বিএন এম হামিদুল ইসলাম বিষয়টি জানান।
তিনি বলেন, রোববার রাতে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় সাত কেজি হরিণের মাংস, দুইটি হরিণের মাথা এবং দুইটি হরিণের চামড়া উদ্ধার করে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নন্দবালা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এনটি