ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মোড়েলগঞ্জে দেড় লক্ষাধিক টাকার অবৈধ জাল ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
মোড়েলগঞ্জে দেড় লক্ষাধিক টাকার অবৈধ জাল ধ্বংস

বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জে দেড় লক্ষাধিক টাকার স্থানীয় জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) বেলা ১১টায় উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।  

গত পাঁচদিন ধরে ইউনিয়নের বিভিন্ন খালে অবৈধভাবে পেতে রাখা এ জালগুলো ইউপি সদস্য ও চৌকিদাররা জব্দ করে আনেন।

চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বাংলানিউজকে বলেন, মাছের প্রজনন মৌসুমে খালে জাল ফেলতে নিষেধ করা হয়েছে। মাইকিং করে সব জাল অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এর পরেও যারা খালে বোটা জাল, পাটা জাল ও গড়া জাল পেতে রেখেছে তাদের জাল তুলে এনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।  

খাল থেকে এসব অবৈধ জাল অপসারণের ফলে মাছের বংশ বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।