ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুরি করতে এসে বৃদ্ধাকে হত্যা: আটক ৩, মালামাল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
চুরি করতে এসে বৃদ্ধাকে হত্যা: আটক ৩, মালামাল উদ্ধার

বাগেরহাট: বাগেরহাটে চুরি করতে এসে ঘরে ঢুকে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। এসময় হত্যায় ব্যবহৃত একটি বটি দা, ছুরি এবং লুট হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ মার্চ) ভোরের দিকে শহরের পূর্ব সরুই এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শহরের দক্ষিণ সরুই এলাকার ভাড়াটিয়া ইউনুছ তালুকদারের ছেলে মিরাজুল ইসলাম পাপন (১৯), একই এলাকার বাবুল শেখের ছেলে রিয়াজ শেখ (২২) ও তার ভাই রিয়াদ শেখ (২০)।

তাদের সবার স্থায়ী বাড়ি মোরেলগঞ্জ উপজেলার হোবাড়িয়া গ্রামে।

দুপুরে জেলা পুলিশের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায় এসব তথ্য জানান।

তিনি বলেন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ আফজালের নেতৃত্বে বুধবার ভোরের দিকে ওই তিনজনকে আটক করা হয়। আটকদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বটি, ধারালো ছুরি এবং লুট করা দু’টি স্বর্ণের রুলি, একটি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দুল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে নারকেল কেনার কথা বলে বাগেরহাট শহরের পূর্ব সরুই এলাকায় অবসরপ্রাপ্ত প্রকৌশলী আব্দুর রহিমের বাসায় ঢুকে চোরচক্র। তাদের নারকেল দেওয়ার সময় বৃদ্ধা হোসনেয়ারা বেগমকে আঘাত করে এবং স্প্রে দিয়ে অচেতন করে ফেলে। পরে তাকে একটি কক্ষে নিয়ে বটি দা ও ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।