শনিবার (৩০ মার্চ) সকাল ৮টায় ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেন বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট প্রশান্ত মিত্র।
তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী ও নৌবাহিনী।
এর আগে ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান বাংলানিউজকে বলেন, এখনও আগুন লাগার কারণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
পিএম/টিএ